পাবনার আটঘরিয়ার দেবোত্তর বাজারে পাপ্পু বিরানি হাউজ এর সামনে থেকে গরুসহ ৩ ডাকাতকে হাতে নাতে আটক করে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আড়াই দিকে তাদেরকে আটক করে নাটোর বড়াই গ্রাম থানা পুলিশের কাছে সর্পোদ করা হয়েছে।
আটককৃত ডাকাতরা হলেন- নাটোর জেলার বড়াইগ্রাম থানার কান্দাই উত্তরপাড়া গ্রামের মৃত মজিদ প্রাং ছেলে ওমর ফারুক (৪৮), একই এলাকার আব্দুল করিম আলীর ছেলে সাইফুল ইসলাম (৪০), রামসা কাজিপুর গ্রামের নজির উদ্দিনের ছেলে হারুন সরকার(২৫)। তাদের বিরুদ্ধে নাটোর বিভিন্ন থানায় মামলা রয়েছে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন জানান, এদিন দিবাগত রাতে নাটোর বড়াইগ্রাম এলাকা থেকে ডাকাতদল গরু ডাকাতি করে ঢাকামোট্রো ২১-৩৭৮০(পিকআপ- ২০৭) গাড়িতে করে পালিয়ে যাচ্ছিলো।
এ সময় সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে ধাওয়া করে দেবোত্তর বাজারের পাপ্পু বিরানি হাউজ এর সামনে থেকে আটক করা।