বরিশালের গৌরনদী উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক মোল্লা ফারুক হাসানকে হত্যা চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
রবিবার রাতে সাংবাদিক ফারুক বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে বরিশালের গৌরনদী মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হলো- বহিস্কৃত ওয়ার্ড ছাত্রলীগ নেতা রাশেদ হাওলাদার, শামীম দেওয়ান, সালাম খান, সজিব তালুকদার, সাইমন তালুকদার, হেলাল তালুকদার, রাব্বি, অন্তর কাজী সহ অজ্ঞাতনামা ৪/৫ জন।
সোমবার বিকেলে মামলার বাদী আহত সাংবাদিক মোল্লা ফারুক হাসান অভিযোগ করে জানান, বিজয় দিবসের অনুষ্ঠান নিয়ে প্রকাশিত সংবাদে গৌরনদী পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাশেদ হাওলাদারের নাম পত্রিকায় না দেওয়ার অজুহাতে দুই দফায় তাকে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়েছে। হামলায় তার পা ভেঙ্গে গেছে। তিনি আরও জানান, হামলার পর জানতে পেরেছি হামলাকারী রাশেদকে দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।