যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পাবনার চাটমোহরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকালে মহান বিজয় দিবস উদযাপনে বাংলাদেশ আওয়ামী লীগ চাটমোহর উপজেলা, পৌর ও সহযোগী সংগঠনের বর্ণাঢ্য বিজয় র্যালি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে চাটমোহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে চাটমোহর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস. এম নজরুল ইসলামের সভাপতিত্বে মহান বিজয় দিবস পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক।
এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা খন্দকার মাহবুব এলাহী বিশু, খন্দকার বজলুল করিম খাকছার, মোঃ আব্দুল মমিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমু ,এস এম মান্নান মাস্টার, আলতাব হোসেন রকি প্রমুখ।