কে, এম আল আমিন :
সিরাজগন্জের সলঙ্গা থানা সদরের আলিম হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডার এবং অগ্রণী ব্যাংক শাখার ৮ কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ায় ক তাদেরকে লকডাউন করেছে প্রশাসন। সোমবার (১৩ জুলাই) সকালে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সকল প্রতিষ্ঠান আনুষ্ঠানিক ভাবে লকডাউন ঘোষণা করেন।জানা যায়, অগ্রণী ব্যাংকের সকল কমর্কর্তারা গত কয়েক দিন আগে করোনা টেস্টে দেন। পরবর্তীতে ৮ জন কর্মকর্তার করোনা পজেটিভ ফল আসায় শাখাটি লক ডাউনের আওতায় আনা হয়। এদিকে গত ৭ জুলাই মঙ্গলবার করোনা উপসর্গ নিয়ে পরপারে গমন করেন সলঙ্গা সমাজ কল্যাণ সমিতি ও তর্কবাগীশ পাঠাগারের সাধারণ সম্পাদক শ্রী কালিপদ কুন্ডু।
তাই সলঙ্গা মধ্যপাড়া ভরমোহনী তার বাসাতেও শুক্রবার লাল পতাকা টেনে লক ডাউন করা হয়েছে। অপর দিকে সলঙ্গা বাজারের সুপরিচিত আলিম হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডারের কর্মচারী চরবেড়া গ্রামের ভোমর ঘোষ করোনা উপসর্গ নিয়ে মারা যাবার খবর পেয়ে সলঙ্গা থানা পুলিশ বর্তমানে উক্ত দোকানটিও লক ডাউন ষোষনা করে সাইন বোর্ড ঝুলিয়ে দিয়েছেন। এ ছাড়াও সলঙ্গা বাজারের বিশিষ্ট ধান ব্যবসায়ী এখলাছুর রহমান শাহীন ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হওয়ায় গত রবিবার তার বাসাও লক ডাউন করেছেন প্রশাসন।