মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
চাটমোহরে মানব সেবা অভিযানে গাছ বিতরণ ও অনুদান প্রদান রাণীনগরে সালিশে হাজির না হওয়ায় বাড়িতে হামলা: ভাঙচুর তালাবদ্ধ অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও রিজু তামান্না ভূমিসেবা পেতে সরকারি খরচ ছাড়া অতিরিক্ত টাকা নিলে কঠোর ব্যবস্হা, হুশিয়ারি জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সাতক্ষীরা টিটিসিতে মানবপাচারের বিরুদ্ধে সচেতনতা সেশন অনুষ্ঠিত রাণীনগরে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধ*র্ষ*ণ*চেষ্টা: অভিযুক্ত অধরা পাকুন্দিয়ায় আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত অভয়নগরে ভয়াবহ মাদকের ছড়াছড়ি, বাড়ছে চুরি ছিনতাইসহ নানামুখী অপরাধ

চাটমোহরে জলাবদ্ধতায় ৫শ’ বিঘা জমি অনাবাদী

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২, ১:৫৮ অপরাহ্ণ

পানি নিস্কাশন হলে এক ফসলি জমি পরিণত হবে তিন ফসলীতে
চাটমোহরে জলাবদ্ধতায় ৫শ’ বিঘা জমি অনাবাদী

পাবনার চাটমোহর উপজেলার বিলকুড়ালিয়া বিলের মধ্যে দিয়ে বয়ে যাওয়া ক্যানেলটি (খাল) পলি জমে জমে প্রায় বন্ধ হওয়ার উপক্রম। বর্ষাকালে পানি বাড়লে এ ক্যানেলের মাধ্যমে কচুরিপানা বিলে প্রবেশ করে সর্বত্র ছড়িয়ে পড়ে। বর্ষা শেষে পানি কমলে সৃষ্টি হয় জলাবদ্ধতার। ক্যানেল দিয়ে কচুরিপানা বের হতে না পেরে আটকে থাকে বিলের বুকে।
ক্যানেলের মাঝখানে থাকা ছোট্ট একটি সুইসগেট। সুইসগেট দিয়ে বিলের পানি নিস্কাশন না হওয়ায় দুর্ভোগের বাড়তি মাত্রা যোগ করেছে। পানি জমে থাকায় বিলের প্রায় ৫০০ বিঘা জমি অনাবাদী থেকে যায়। ফলে আবাদ করতে না পেরে প্রতি বছর বিলপাড়ের ভূমিহীন কৃষকদের লোকসান গুনতে হচ্ছে।
এ ভাবে বছরের পর বছর অনাবাদি থাকছে বিলের অন্তত ৫শ’ বিঘা জমি। জলাবদ্ধতা আর কচুরিপানা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বিলপাড়ের প্রায় ৪শ’ ভূমিহীন কৃষকের। কিছু জমি এক ফসলী আবাদ করা গেলেও, উৎপাদন খরচ বেড়ে যায় কয়েকগুণ। কৃষকদের দাবি, ক্যানেলটি খনন করা হলে এবং সুইসগেটটি ভেঙে ব্রিজ নিমার্ণ করলে এক ফসলি জমি পরিণত হবে তিন ফসলী জমিতে।
উপজেলার ধরইল গ্রামের কৃষক মিজানুর ও সাবিরুল বলেন, বিলের মুল সমস্যা কচুরিপানা। এখনও প্রায় ৪শ থেকে ৫শ’ বিঘা জমিতে কচুরিপানা রয়েছে। অনেক পানি ও জলাবদ্ধতার কারণে এগুলো পরিষ্কার করা সম্ভব হয় না।
হরিপুর লাউতিয়া গ্রামের গাজী হোসেন বলেন, বিল থেকে পানি বের হওয়ার মুখের সুইসগেটটি খুব নিচু। বর্ষায় পানি ও কচুরিপানা ক্যানেল উপচে বিলে প্রবেশ করলেও পরে কচুরিপানা বের হতে পারে না। সারা বিলে কচুরিপানা থাকে ভরপুর। ক্যানেলটি পলি পড়ে পড়ে ভরাটও হয়ে যাচ্ছে। বিভিন্ন সময়ে ক্যানেল খনন কাজ শুরু হলেও অজ্ঞাত কারণে খনন কাজ বন্ধ হয়ে যায়।
হরিপুর ইউপি সদস্য মোঃ ওমর আলী বলেন, সরকারের কাছে বিলপাড়ের সমস্ত কৃষকের প্রাণের দাবি বিলকুড়ালিয়া থেকে চিকনাই নদী পর্যন্ত ক্যানেলটি ৭ থেকে ৮ ফিট গভীর ও অন্তত পক্ষে ৫০ ফিট প্রশস্ত করে খনন করা হোক। পাশাপাশি সুইসগেট ভেঙে বড় ব্রিজ করা হলে কচুরিপানা থাকবে না, জলাবদ্ধতার সমস্যা ও দূর হবে। কৃষক মুক্তি পাবে দীর্ঘ বছরের দুর্ভোগ থেকে। বাড়বে ফসল উৎপাদন।
এ ব্যাপারে চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ বলেন, বিষয়টি উপজেলা সেচ কমিটি ও পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। ক্যানেল খনন ও সুইসগেট ভেঙে ব্রিজ নির্মাণের জন্য একটি প্রকল্প প্রস্তাবনাও দেয়া হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে কৃষকদের এই দূর্ভোগ লাঘবের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর