গোল্ডেন বুটের লড়াইয়ে দ্বিতীয় স্থানে থাকা মেসি, জিরু, গাকপোদের থেকে অনেকটাই এগিয়ে গেলেন ২৩ বছর বয়সী ফরাসি এই তারকা।
শেষ ষোলোতে পোল্যান্ডের বিপক্ষে ফ্রান্সের ৩-১ ব্যবধানের জয়ে দু’টি গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। আর এর মধ্য দিয়ে কাতার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এখন তিনি। ৫ গোল করে সবার শীর্ষে অবস্থান করছেন এমবাপ্পে।
গোল্ডেন বুটের লড়াইয়ে দ্বিতীয় স্থানে থাকা মেসি, জিরু, গাকপোদের থেকে অনেকটাই এগিয়ে গেলেন ২৩ বছর বয়সী ফরাসি এই তারকা।
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি, দ্বিতীয় ম্যাচে ডেনমার্কের বিপক্ষে দু’টি গোল করেন এমবাপ্পে, শেষ ম্যাচে বিশ্রাম পেয়ে প্রথম একাদশে না থাকায় গোলের সংখ্যা বাড়াতে পারেননি তিনি, খেলেছেন শেষের ২৫ মিনিট।
আর পোল্যান্ডের বিপক্ষে করা দু’টি গোলই ছিল চোখ ধাঁধানো। কাতার বিশ্বকাপে ৫ গোল করার পাশাপাশি ২ টি গোলে সহায়তাও করেছেন এমবাপ্পে।
এই দুই গোলের ফলে বিশ্বকাপে মোট ৯ গোল হয়ে গেল কিলিয়ান এমবাপ্পের। ১৯ বছর বয়সে রাশিয়া বিশ্বকাপে করেছিলেন ৪ গোল, এবার শেষ ষোলো পেরোতেই করে ফেলেছেন ৫ টি। বিশ্বকাপ ইতিহাসে মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড যে এখনই হুমকির মুখে সেটি না বললেও চলছে।