পাবনার ভাঙ্গুড়ায় ডোবার পানিতে সাঁতার শিখতে গিয়ে মিনা খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের হাটগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের মিনারুল ইসলামের মেয়ে।
জানা গেছে, পাড়ার শিশুদের সঙ্গে মিনা প্রায়ই বাড়ির পাশের একটি ডোবায় সাঁতার শিখতে যেত। ঘটসনার দিন দুপুরেও সে ওই ডোবার পানিতে সাঁতার শিখতে নামে। সাঁতার কাটতে কাটতে এক সময় সে পানির মধ্যে তলিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা পানিতে খুঁজে বিকেল ৪ টার দিকে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি রাশিদুল ইসলাম বলেন, কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে।