পরিবহন কাউন্টার ব্যবসাকে কেন্দ্র করে সরকারী গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক সদস্য রায়হান মুজিবকে (২৫) পিটিয়ে রক্তাক্ত জখম করেছে ছাত্রলীগের অপর গ্রুপের লোকজনে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে জেলার গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায়। আহত রায়হান গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী এলাকার বাসিন্দা।
পৌরসভার ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ রাশেদ হাওলাদার অভিযোগ করে বলেন, একমাস যাবত গৌরনদী বাসষ্ট্যান্ডে বৈধভাবে ইলিশ স্পেশাল লিমিটেড পরিবহনের বুকিং কাউন্টার পরিচালনা করে আসছি। অতিসম্প্রতি ওই কাউন্টারের উপর লোলুপ দৃষ্টি পরে ছাত্রলীগ নেতা আতিক মিয়ার। সোমবার সকালে কাউন্টার জোরপূর্বক দখল করার জন্য আমার ভাতিজা ছাত্রলীগ নেতা রায়হান মুজিবকে পিটিয়ে গুরুতর আহত করে আতিক মিয়া, আরিফ মিয়া ও তাদের সহযোগিরা।
হাসপাতালে চিকিৎসাধীন আহত রায়হান মুজিব বলেন, সোমবার সকালে গৌরনদী বাসষ্ট্যান্ডের ইলিশ স্পেশাল লিমিটেড পরিবহনের বুকিং কাউন্টারে বসে টিকিট কাটছিলাম। এসময় কাউন্টারের পাশে ডেকে নিয়ে আমার উপর হামলা চালায় ছাত্রলীগ নেতা আতিক মিয়া, আরিফ মিয়া ও তার ভাই জিহাদ মিয়াসহ তাদের সহযোগিরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে হামলার বিষয়টি অস্বীকার করেছেন ছাত্রলীগ নেতা আতিক মিয়া।