চাটমোহরে ট্রক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালক নিহত হয়েছে। নিহত ট্রাক চালক উপজেলার মূলগ্রাম ইউনিয়নের পাচুরিয়া গ্রামের মৃতঃ সুলতান সরদারের ছেলে রেজাউল করিম (৫০)।
শনিবার (১২ নভেম্বর) বেলা প্রায় ৩টার সময় উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের পুলিশ ফাঁড়ি সংলগ্ন পানাকুড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শেখ ফরিদ উদ্দিন ও এলাকাবাসির সুত্রে জানা যায়, চাটমোহর থেকে মান্নান নগর উদ্দেশ্যে একটি খড়ি বোঝাই ট্রাক হান্ডিয়াল পানাকুড়া পুলিশ ফাঁড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই মারা যান ট্রাকচালক রেজাউল করিম। ট্রাকের হেলপার রাসেল রানা ২৫ কে আহতস্থায় চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জালাল উদ্দিন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। কারো কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।