পাবনার ভাঙ্গুড়ায় বাড়ির পাশের ডেবার পানিতে পড়ে মদিনা খাতুন (৩)নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার(১১) বিকালের দিকে উপজেলা ভাঙ্গুড়া ইউনিয়নের কৈডাঙ্গা চড়পাড়া গ্রামে এঘটনা ঘটে। মদিনা খাতুন ওই গ্রামের মোমিন মোল্লার কন্যা।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটিনার দিনে মদিনার মা সাংসারিক কাজ নিয়ে ব্যস্ত ছিল। এ সময় মদিনা তার বড় বোনের তাদের সাথে বাড়ির পাশেই খেলা করছিল। খেলার করার এক পর্যায়ে মদিনা পাশের কচুরি পানাযুক্ত ডবার পানিতে পড়ে যায়। মদিনা খাতুনের দেখা না পেয়ে তার পরিবারের লোকজন তাকে খোঁজা খুঁজি শুরু করেন । খোঁজা খুঁজি করে বাড়ির পাশেই কচুরি পানা যুক্ত ডেবার পানিতে মদিনাকে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে দ্রুত বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে ভাঙ্গুড়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম বলেন, পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় পরিবারের লোকজনের নিকট নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।