ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের উদং মধুপুর গ্রামের আশরাফুল ইসলামের পুত্র আরাফাত হোসেন (৪) ও আমিনুল ইসলামের কন্যা তাসলিমা আক্তার লোরা (৩) বৃহস্পতিবার সন্ধ্যায় পুকুরের পানিতে পড়ে মৃত্যু হয়েছে। আশরাফুল ইসলাম জানান, আরাফত ও তাসলিমা (সম্পর্কে মামাত্ব ভাই, ফুফাত্ব বোন) খেলার ফাঁকে কখন যে বাড়ির পাশে পুকুরের পড়ে যায় আমরা দেখেনি। পরে খোঁজাখুজি করে না পেয়ে বাড়ির পাশে পুকুরের নেমে খোঁজে পায়। পুকুর থেকে তুলে দ্রুত নান্দাইল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষনা করেন।