ঠাকুরগাঁওয়ের -রুহিয়া রেলপথের ঘনিমহেশপুর গ্রামে ট্রেনে কাটা পড়ে হাজেরা বেগম (৬৪) নামে একজন বৃদ্ধার মৃত্যু হয়েছে।৫ নভেম্বর শনিবার দুপুরে পঞ্চগড়গামী ৪১আপ কাঞ্চন কমিউটার ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধার মৃত্যু হয়।
নিহত হাজেরা বেগম পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বামুনকুমার গ্রামের তৈমুর রহমানের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান,শনিবার দুপুরে নিহত হাজেরা বেগম সদর উপজেলার ঘনিমহেশপুর গ্রামের তার মেয়ের বাসা হতে পায়ে হেঁটে নিজ বাড়ি যাওয়ার জন্য রেল লাইন পার হচ্ছিলেন।তিনি কানে কম শুনার কারণে রেল লাইন পাড় হওয়ার সময় পঞ্চগড় গামী কাঞ্চন কমিউটার ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধার মৃত্যু হয়।খবর পেয়ে মেয়ের পরিবারের লোকজন বৃদ্ধার খন্ডিত লাশ উদ্ধার করে নিয়ে যায় ।এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।রুহিয়া থানা ও দিনাজপুর জিআরপি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
রুহিয়া রেল ষ্টেশনের মাষ্টার নিরঞ্জন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,পঞ্চগড় গামী ৪১আপ কাঞ্চন কমিউটার ট্রেনটি বেলা ১১.৪৫ মিনিটে রুহিয়া রেলওেষ্টশন ছেড়ে যায়।তার ৩/- মিনিটের মাথায় ট্রেনে কাটা পড়ে ওই বৃদ্ধা।তাৎক্ষনিকভাবে দিনাজপুর জিআরপি থানায় অবগত করা হয়েছে।