মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন

ই-পেপার

নলডাঙ্গায় উপ-নির্বাচনে ওয়ার্ড সদস্য পদে বিজয় হলেন যারা 

মোঃ জামিল হায়দার জনি, নলডাঙ্গা প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২ নভেম্বর, ২০২২, ১০:১৭ অপরাহ্ণ

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নাটোরের নলডাঙ্গা উপজেলায় ২নং মাধনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড ও ৩নং খাজুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইভিএম এর মাধ্যমে বুধবার(০২ সেপ্টেম্বর) সকাল ০৮ টা থেকে বিকেল ৪টা পযন্ত বিরতিহীন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২নং মাধনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড পুরুষোত্তমবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র ও ৩নং খাজুরা ইউনিয়নের ১নং ওয়ার্ড দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়।
উপ-নির্বাচনে মাধনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মোস্তাফিজুর রহমান@রকি (আপেল প্রতীকে) ৩১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরহাদ হোসেন@খোকন (মোরগ প্রতীকে) পেয়েছেন ৩০১ ভোট।
খাজুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে উৎপল কুমার মৈত্র@টুটুল (মোরগ প্রতীকে) ৪৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ালিদ হোসেন দেওয়ান (ফুটবল প্রতীকে) পেয়েছেন ৪২৬ ভোট।
নির্বাচন নিয়ে উপজেলা রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সালাম বলেন, কোনো ধরনের সমস্যা ছাড়াই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ ভোটগ্রহণ শেষ হয়েছে।
উল্লেখ্য যে, মাধনগর ও খাজুরা দুই ইউনিয়ন পরিষদের ১নং ওর্য়াডের সাধারণ ওয়ার্ডের সদস্যদের মৃত্যু জনিত কারনে শুন্য পদের সৃষ্টি হয়। সর্বশেষ ২০২২ সালের ০৫ জানুয়ারি নলডাঙ্গা উপজেলায় ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর