মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:০৩ পূর্বাহ্ন

ই-পেপার

সিরাজগঞ্জে করোনা নমুনা সংগ্রহের দ্বিতীয় বুথ চালু করলেন ডা. হাবিবে মিল্লাত এমপি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১২ জুলাই, ২০২০, ৬:১২ অপরাহ্ণ

শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ :

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় সিরাজগঞ্জে আরো একটি করোনা ভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার নমুনা সংগ্রহ বুথ চালু করলেন অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি। এর আগে গত ৮ জুলাই ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে প্রথম নমুনা সংগ্রহ বুথটি স্থাপন করা হয়। রোববার (১২ জুলাই) দুপুরে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় বুথটি উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস-চেয়ারম্যান ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি। এ সময় আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির পক্ষ থেকে নমুনা সংগ্রহকারী ও ল্যাবে কর্মরতদের মধ্যে অক্সিজেন কনসেন্ট্রেটর, মাস্ক, গগলস, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান প্রদান করা হয়।

 

বুথ উদ্বোধনকালে ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না বলেন, অতিদ্রুত সময়ের মধ্যে সিরাজগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে আনতে আমরা কাজ করে যাচ্ছি। এ জেলাকে করোনামুক্ত রাখতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেয়া হবে। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির পক্ষ থেকে ল্যাবে কর্মরতদের জন্য সুরক্ষা সামগ্রীও বিতরণ করা হচ্ছে। এ সময় সিভিল সার্জন ডা. মো. জাহিদুল ইসলাম, শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. নজরুল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম হীরা ও আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১০টায় ডা. হাবিবে মিল্লাত এমপি সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় অংশগ্রহণ করেন এবং সকাল সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদের উদ্যোগে ১০টি মাধ্যমিক বিদ্যালয়ে উঁচু-নিচু বেঞ্চ বিতরণ করেন।

 

উল্লেখ্য, সিরাজগঞ্জকে করোনা সংক্রমণের হাত থেকে রক্ষায় ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপির উদ্যোগে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবটি সচল করা হয়। গত ১৯ মে ল্যাবটি চালুর পর থেকে প্রতিদিনই ৯৪ থেকে ১৮৮ টি নমুনা পরীক্ষা করা হচ্ছে। অপরদিকে সরকার কর্তৃক করোনা নমুনা পরীক্ষা ফি নির্ধারণের পর গত ৪ জুলাই ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি তাঁর নির্বাচনী এলাকার ১০ জন ব্যক্তির প্রতিদিন করোনা পরীক্ষার অর্থব্যয়ের দায়িত্বভার গ্রহণ করেছেন। নিম্ন আয়ের মানুষদের কথা চিন্তা করে তিনি এমন সিদ্ধান্ত নেন। এছাড়াও তার ব্যক্তিগত তহবিল থেকে বেতন প্রদানের মাধ্যমে নমুনা সংগ্রহে ৬ জন স্বেচ্ছাসেবী নিয়োগ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর