শুক্রবার, ০৩ মে ২০২৪, ১২:০৭ অপরাহ্ন

ই-পেপার

নিজের স্বাস্থ্য সেবা বুঝে নিতে হবে নিজেকেই, চিকিৎসা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির প্রয়াস , সিরিজ –ডা.সাইফুল ইসলাম

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ১২:৫০ অপরাহ্ণ

চিকিৎসা কেন প্রয়োজন?
* রোগে আক্রান্ত হলে আরোগ্য লাভের আশায় আমরা চিকিৎসা নিয়ে থাকি।
*  কিন্ত সকল রোগের আরোগ্য করবার মতো চিকিৎসা বিজ্ঞান এখনও যথেষ্ট সক্ষম নয়।
* আরোগ্য না হোক অন্তত রেগীর কষ্ট ও যন্ত্রণা কমানো – এটা চিকিৎসা বিদ্যায় অন্যতম উদ্দেশ্য।
রোগের সঠিক বর্ণনা জরুরীঃ
* ডাক্তারের কাছে যেয়ে আপনার রোগীর সমস্যা বলুন। ধীরে ধীরে, গুছিয়ে, প্রয়োজনীয় অংশটুকু পারলে বাংলায় কাগজে লিখে নিয়ে যেতে পারেন।
* ডাক্তার আপনার সমস্যা শুনে নতুন কোনো প্রশ্ন করলে খুব ভেবে চিন্তে উত্তর দিবেন।
* রোগের সঠিক ও গোছানো বর্ণনা রোগ নির্ণয়ে যেমন সহায়ক হয়ে থাকে তেমনি অগোছালো ও অপ্রয়োজনীয় বর্ণনা রোগ নির্ণয়ে বাঁধা হয়ে দাড়াতে পারে।
রোগ নির্ণয়ে পরীক্ষা নিরীক্ষা প্রয়োজনঃ
* রোগ নির্ণয়ে পরীক্ষা নিরীক্ষা করতে ডাক্তারের উপর ভরসা রাখুন। নিজে থেকে পরীক্ষা নিরীক্ষা করার ইচ্ছা প্রকাশ করবেন না।
* সকল রোগ পরীক্ষায় ধরা পড়ে না। ডাক্তার অনেক সময় রোগীর ইতিহাস ও শরীরের অবস্থা পর্যবেক্ষন করেই রোগ নির্ণয় করতে সক্ষম হয়ে থাকেন।
* ডাক্তার কোন পরীক্ষা লিখলে তা কোথায় করালে ভালো হয় সেটা জেনে নিয়ে সবচেয়ে ভালো ল্যাব থেকে তা করানোর চেষ্টা করবেন।
* বেশীরভাগ পরীক্ষার রিপোর্ট এর সাথে আরেকজন বিশেষজ্ঞ ডাক্তার জড়িত থাকেন। সুতরাং রিপোর্ট নিয়ে দ্বিধাদ্বন্দে না ভুগে আপনার মূল ক্লিনিশিয়ান এর পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করুন।
* মূল রোগের নাম কি সেটা প্রেসক্রিপশনে লিখে দেয়ার দায়িত্ব ডাক্তারের। রোগ ধরা না পড়লেও সম্ভাব্য রোগের নাম যাতে লিখে দেন এ বিষয়ে বিনয়ের সাথে ডাক্তারের সরনাপন্ন হোন। রোগ নিশ্চিত হলে সে বিষয়ে বিস্তারিত জানতে অনলাইনের সাহায্য নিতে পারেন। তবে আপনার রোগটি কি ধরনের এ ব্যাপারে আপনার ডাক্তারকে প্রাধান্য দিন। তিনিই আপনার রোগ আরগ্যের সর্বোত্তম পরিকল্পনা করে আগাতে পারবেন যা আপনি অনেক পড়াশোনার পরও সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না।
ডাক্তারের কাজ কি?
* ডাক্তার কোন মেশিন নয় যে শুধু প্রেসক্রিপশন লিখবে।
* ডাক্তারের মূল কাজ হলো রোগ নির্ণয় করে রোগীর আরোগ্য লাভের জন্য পরিকল্পনা করা ও সেই সাথে ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট।
* ডাক্তাররা গবেষণা করে থাকেন যা ভবিষ্যতে রোগীদের সাহায্য করে থাকে।
* ডাক্তার প্রত্যেক রোগীর শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে বাচাঁনোর চেষ্টা করেন। এতে সবসময় তিনি সফল হোন না। কিন্তু এতে ডাক্তারের কোন দোষ দেয়া যায় না-চলবে।সূত্র-তারুণ্য ২৪।
লেখক পরিচিতিঃ
ডা. সাইফুল ইসলাম
এমবিবিএস(ডিএমসি) ডিসিএইচ(শিশু) এফসিপিএস(শিশু),বিসিএস(স্বাস্থ্য) 
(নবজাতক ও শিশু মেডিসিন বিশেষজ্ঞ)
কনসালটেন্ট,শিশু বিভাগ
২৫০ শয্যা জেনারেল হাসপাতাল,টাঙ্গাইল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com