এম এস শবনম শাহীন:
অসচ্ছল শিল্পীদের কল্যাণে ব্যয় করতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির তহবিলে পাঁচ লাখ টাকা প্রদান করলেন তারকা জুটি অনন্ত জলিল ও বর্ষা।
শনিবার দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) শিল্পী সমিতির কার্যালয়ে গিয়ে সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের হাতে নগদ অর্থ হস্তান্তর করেন তারা।
কয়েক বছর ধরেই শিল্পী সমিতির তহবিল থেকে শিল্পীদের সহায়তা করার মতো অর্থ জমা ছিল না বলে চলতি বছরের এপ্রিলের দিকে গ্লিটজকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন জায়েদ খান।
জায়েদ খান জানান, শিল্পী সমিতির তরফ থেকে অনন্ত জলিলকে সমিতির তহবিলে অর্থ জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। আগেই তিনি পাঁচ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। এবার এসে সেই অর্থ নগদ প্রদান করলেন।
নগদ সহায়তার পাশাপাশি শনিবার এফডিসি প্রাঙ্গণে চলচ্চিত্রের ২০০ নিম্ন আয়ের শিল্পী ও কলাকুশলীদের মাঝে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছেন অনন্ত-বর্ষা।