শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নাটোর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সারা দেশের ন্যায় ইভিএম এর মাধ্যমে
সোমবার(১৭ অক্টোবর) সকাল ০৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নাটোর সদর উপজেলা দীঘাপতিয়া এম কে কলেজ এ সদর উপজেলার ভোট এবং অন্যান্য উপজেলার ভোট সংশ্লিষ্ট উপজেলার সরকারি স্কুল/কলেজ সমূহে অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ১০টি পদের জন্য ৪৫ জন প্রার্থী ছিলেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ছিলেন দু’জন। বাকিরা সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা সদস্য প্রার্থী ছিলেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১নং ওয়ার্ড সিংড়া উপজেলায় সদস্য পদে মোঃ সরফরাজ নেওয়াজ বাবু (হাতি প্রতীকে) ১০০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এম আবুল কালাম (উটপাখি প্রতীকে) পেয়েছেন ৬৮ ভোট।
২নং ওয়ার্ড গুরুদাসপুর উপজেলায় মেহেদী হাসান (হাতি প্রতীকে) ৩৩ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ নাসিরুজ্জামান(টিউবওয়েল প্রতীকে) পেয়েছেন ৩৩ ভোট। পরে জেলা প্রশাসকের কার্যালয় লটারির মাধ্যমে মেহেদী হাসান নির্বাচিত হন।
৩নং ওয়ার্ড বড়াইগ্রাম উপজেলায় শাহ আলম মাষ্টার (তালা প্রতীকে) ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইয়াছিন আলী (হাতি প্রতীকে) পেয়েছেন ৩৭ ভোট।
৪নং ওয়ার্ড লালপুর উপজেলায় মোঃ মতিউর রহমান (হাতি প্রতীকে) ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি তৌহিদুল ইসলাম বাঘা (টিউবওয়েল প্রতীকে) পেয়েছেন ৪৪ ভোট।
৫নং ওয়ার্ড বাগাতিপাড়া উপজেলায় রেজাউল করিম রেজা (হাতি প্রতীকে) ২৮ তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বেলাল উদ্দিন (ঘুড়ি প্রতীকে) পেয়েছেন ২১ ভোট।
৬নং ওয়ার্ড নলডাঙ্গা উপজেলায় সদস্য পদে সোহরাব হোসেন সোহাগ (হাতি প্রতীকে) ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলিম রেজা (টিউবওয়েল প্রতীকে) ২৫ ভোট পান।
৭নং ওয়ার্ড নাটোর সদর উপজেলায় সদস্য পদে আলী আকবর (বিদ্যুতিক পাখা প্রতীকে) ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম মাষ্টার (হাতি প্রতীকে) ৩২ ভোট পান।
সংরক্ষিত—১ নং ওয়ার্ড (সিংড়া,গুরুদাসপুর ও বড়াইগ্রাম) আসনে সদস্য পদে হুমাইয়ারা জাহান (ফুটবল প্রতীকে) ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খাদিজা খাতুন (টেবিল ঘড়ি প্রতীকে) পেয়েছেন ১৩১ ভোট।
সংরক্ষিত—২নং ওয়ার্ড (নাটোর সদর,নলডাঙ্গা,লালপুর ও বাগাতিপাড়া) আসনে লাভলী ইয়াসমিন (ফুটবল প্রতীকে) ২১০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিউটি আহমেদ (হরিণ প্রতীকে) পেয়েছেন ৮৮ ভোট।
নাটোরে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ্যাডঃ সাজেদুর রহমান খাঁন বেসরকারিভাবে আবারও চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি তার (চশমা প্রতীকে) পেয়েছেন ৫৪৮ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতীয় পাটির প্রার্থী ড. নুরুননবী মৃধা (ঘোড়া প্রতীকে) পেয়েছেন ২৪৭ ভোট। নির্বাচনে ৮০৬ জন ভোটারের মধ্যে ৭৯৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচন নিয়ে জেলা রিটানিং অফিসার ও নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, কোনো ধরনের সমস্যা ছাড়াই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে।