টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বর এলাকায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০-১২ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে হতাহতের নাম পরিচয় জনা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান,রাজশাহী থেকে ছেড়ে আসা একতা পরিবহণ নামে একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এ বিষয়টি বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি সফিকুর রহমান ঘটানার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে,আহত হয়েছে ১০-১২ জন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।তবে নিহতের সংখ্যা বাড়তে পারে।