তিনি বলেন, শারদীয় দুর্গাপূজায় সনাতন ধর্মাম্বলী মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ও আয়োজকবৃন্দের প্রস্তুতির মধ্য দিয়ে পূজার আনন্দ সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক। সনাতন ধর্মাম্বলীদের সংখ্যালঘু না ভেবে দেশের একজন নাগরিক হিসেবে নির্ভয়ে তাদের দুর্গোৎসব পালন ও পূজার সময় সকল ধর্মের অনুসারীদের সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সবার প্রতি আহবান জানান।পূজা মন্ডপ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার এ এ মাসুম বিল্লাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী জাহান, সমাজ সেবা কর্মকর্তা রেজাউল করিম, এসএপিপিও মনিরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান, শরিফুল ইসলামসহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি সদস্য বৃন্দ গণ।