আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ঘনিষ্ট রাজনৈতিক সহচর ও ন্যাপের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক, ভাষা সৈনিক মজিবর রহমান চান মিয়া মোল্লা (৯০) কিডনী ও বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল দশটায় বরিশাল শেবাচিম হাসপাতালে শেষ নিঃশ্বাষ ত্যাগ করেছেন। (ইন্নালিল্লাহি….রাজেউন)।
মুত্যুকালে তিনি এক মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন রেখে গেছেন। শনিবার বাদ আছর মরহুমের জানাজার নামাজ শেষে বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের পাবিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপি’র কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. কবির হোসেন তালুকদার দলের পক্ষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোর্কাত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।