বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়ায় সিসি ক্যামেরার আওতায় ১৯টি পুজা মন্ডব

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ১ অক্টোবর, ২০২২, ৪:৫৮ অপরাহ্ণ

শারদীয় দুর্গোৎসব ২০২২ উদযাপন উপলক্ষ্যে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ১৯টি পুজা মন্ডবে নিশ্চছিদ্র নিরাপত্তার লক্ষ্যে সব গুলি মন্ডবেই সিসি ক্যামেরার আওতায় এনে তার উদ্বোধন করেন পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল। শনিবার (১অক্টোবর) বেলা ১১টার দিকে ভাঙ্গুড়া থানায় সিসি ক্যামেরার নিয়ন্ত্রণ কক্ষ্যে এই কার্যাক্রমের সুইচ টিপে উদ্বোধন করেন।

জানা গেছে, সোনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গা পুজায় নিরাপত্তার বিষয় বিবেচনা করে ১৯টি পুজা মন্ডবে সিসি ক্যামেরার আওতায় এনে দেন মেয়র রাসেল। উপজেলা পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভার অর্ন্তগত ১৯টি পুজা মন্ডবে পুলিশ, আনছার সদস্য, প্রতিটি মন্দিরে পুজা উদযাপন কমিটি, উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে গঠিত কমিটির সদস্যবৃন্দ ও ভ্রাম্যমান পুলিশ টিম কাজ করবে। ভাঙ্গুড়া থানা প্রশাসনের তত্ত্বাবধায়নে সিসি ক্যামেরা গুলি নিয়ন্ত্রণে থাকবে। সোনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গা পুজা উপলক্ষে কেউ যেন কোন ধরণের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে তার জন্য ভাঙ্গুড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল এই সিসি ক্যামেরা গুলির ব্যবস্থা করে দেন। পুজা মন্ডব গুলিতে সিসি ক্যামেরা স্থাপনে টেকনিক্যাল সাপোর্ট দেন এসকে এসবি ক্যাবল নেটওয়ার্ক,ভাঙ্গুড়া পাবনা। বিজয়া দশমী তথা পুজার শেষ দিন পর্যন্ত এই সিসি ক্যামেরা গুলির নিয়ন্ত্রণ ও পর্যাবেক্ষণ করবেন ভাঙ্গুড়া থানার দায়িত্ব ও কর্তব্যরত পুলিশ অফিসার বৃন্দ।

এসময় ভাঙ্গুড়া থানার ওসি মো. রশিদুল ইসলাম,উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী সংগীত কমুার পাল, উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুল ইসলাম বিপ্লব, পৌর ছাত্রলীগ সভাপতি প্রভাষক হেলাল উদ্দীন খানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র বলেন, সম্প্রীতির এই ভাঙ্গুড়াতে শারদীয় দুর্গা পুজাকে কেন্দ্র করে কোনো অসাম্প্রদায়িক অপশক্তি যেন সম্প্রীতি নষ্ট করতে না পারে তার জন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ ব্যপারে ভাঙ্গুড়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম বলেন, পুজা মন্ডব গুলিতে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনছার সদস্য, পুজা উদযাপন কমিটির সদস্যসহ টহল পুলিশের পাশাপাশি সিসি ক্যামেরা থানা থেকে সার্বক্ষণিক পর্যাবেক্ষণ করা হবে।

 

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর