শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঝালকাঠি জেলা কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন নিবাসী মোঃ আফজাল হোসেন মিজান ঢাকায় বাইক এ্যাকসিডেন্ড ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন) । তিনি ২১ সেপ্টেম্বর বাইকে চড়ে কন্যাসহ সাভারে রাস্তায় বের হলে সড়ক দূর্ঘটনায় পতিত হন। পরে কন্যাসহ সাভার এনাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার সাথে আরোহী কন্যা এনাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এক বার্তায় ঝালকাঠি জেলা কৃষক দলের সভাপতি মোঃ তকদীর হোসেন ও সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা তার মৃত্যুতে গভীর শোক এবং মরহুমের রুহের মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।