শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন

ই-পেপার

গৌরনদীতে পিস্তলসহ সাত ডাকাত গ্রেফতার

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২, ৬:৩৯ অপরাহ্ণ

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের কেফায়েতনগর এলাকার ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে পিস্তল, ধারালো দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- বরগুনা জেলার আমতলী উপজেলার মৃত আমজেদ হাওলাদারের ছেলে আন্তঃজেলা ডাকাত দলের প্রধান দেলোয়ার হোসেন দিলু, গৌরনদী উপজেলার চররমজানপুর এলাকার সেলিম সরদারের ছেলে রবিউল ইসলাম ওরফে পারভেজ, পটুয়াখালী সদর উপজেলার মৃত আনোয়ার মীরার ছেলে মোতালেব মীরা ওরফে পনু, বরগুনা তালতলী উপজেলার কাদের প্যাদার ছেলে হারুন ওরফে তৈয়ব আলী, একই উপজেলার সৈয়দ ফকিরের ছেলে আমিনুল ফকির, পটুয়াখালী সদর উপজেলার সোহরাব সিকদারের ছেলে ছগির সিকদার ওরফে সবুজ, গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকার জিন্নাত আলী ফকিরের ছেলে আবুল বাসার ওরফে ফটিক ফকির।

বুধবার মধ্যরাতে অভিযান চালিয়ে ফটিক ফকিরকে পিস্তল ও আট রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। এছাড়াও ঢাকার পূর্ব জুরাইন এলাকার সুমাইয়া জুয়েলার্স থেকে লুন্টনকৃত স্বর্নালংকার উদ্ধার ও লুন্টনকৃত ¯^র্নালংকার বিক্রির সহযোগী শাহীন আলম নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন ডাকাতির সাথে সরাসরি জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

এ নিয়ে বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম জানান, গত তিনদিন যাবত গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা দেশের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আল বেরুনী, গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন ও মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মো. হেলাল উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর