মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০১:০৮ পূর্বাহ্ন

ই-পেপার

এবার চীনে গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ১১:০১ পূর্বাহ্ণ

ইতোমধ্যে ইউরোপের বিভিন্ন দেশে গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া। এবার চীনে তা বন্ধ করতে যাচ্ছে দেশটি। বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশে জ্বালানি পণ্যটি সরবরাহ করা গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করছে মস্কো।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাশিয়ার সর্ববৃহৎ গ্যাস কোম্পানি গ্যাজপ্রম এসব কথা জানিয়েছে। এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, আগামী ২২ থেকে ২৯ সেপ্টেম্বর পাইপলাইনে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। ফলে চীনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

পার্স টুডের এক প্রতিবেদনে বলা হয়, পাইপলাইনটিতে বছরে দুইবার রক্ষণাবেক্ষণের কাজ করতে হয়। বসন্ত ও শরৎকালে এই মেরামত চলে। গ্যাজপ্রম ও চীনের চুক্তিতে এভাবেই রক্ষণাবেক্ষণের রুটিন ঠিক করা আছে।

২০১৪ সালে চীনে ৩০ বছর গ্যাস সরবরাহের চুক্তি করে রাশিয়া। এই চুক্তির মূল্যমান ছিল ৪০০ বিলিয়ন ডলার। গ্যাজপ্রমের ইতিহাসে এটিই ছিল সবচেয়ে বড় চুক্তি।

রাশিয়া থেকে ৩০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চীনে প্রবেশ করেছে এই পাইপলাইন। ২০১৯ সালে এর মাধ্যমে বেইজিংকে গ্যাস সরবরাহ শুরু করে মস্কো। এই পাইপলাইনে বছরে ৬১ বিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহ করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com