জামালপুরে মেলান্দহে দুরমুট মাজার এলাকা থেকে ১১-কেজি গাঁজা সহ মেলান্দহ থানা পুলিশ ২৮-এপ্রিল বিকেল ৫-৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ১১-কেজি গাঁজা সহ আশরাফুল ইসলাম (৪৫) পিতা মৃত নূরুল ইসলাম, গ্রামে চিলমারী উপজেলা দৌলতপুর, জেলা কুষ্টিয়া। রেজাউল করিম (বাদশা)(৫৭) পিতা মৃত ফজলুল মোল্লা , গ্রাম বাচামোর ,উপজেলা দৌলতপুর, জেলা মানিকগঞ্জ। উজ্জ্বল শেখ (৪০) পিতা রহিম শেখ গ্রাম নওদাখাদিমপুর জেলা কুষ্টিয়া। গোপন সংবাদের ভিত্তিতে এসে আই মাসুদ রানা,এ এস আলী হোসেন । কনেষ্টবল আল আমিন, কনেষ্টবল সাদ্দাম, এনামুল সহ এক চিরুনি অভিযান চালিয়ে ১১-কেজি গাঁজা সহ তাদের কে গ্রেফতার করে । তাহার মুল্য দুই লক্ষ বিশ হাজার টাকা। মেলান্দহ থানায় জল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মামলা নং-২৭ তারিখ ২৮-৪-২০২৪ ।ধারা ৩৬ (১) সারণীয় ১৯(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন -২০১৮ । আমার মেলান্দহ থানার অফিসার ইনচার্জ রাজু আহম্মদ জানান মাদক বিরোধী অভিযান চলমান।