নওগাঁর আত্রাই উপজেলার বিয়াম ল্যাবরেটরি হাইস্কুল এন্ড কলেজের নার্সারি শ্রেণীর ছাত্র রিফাত (৫) গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। সে উপজেলার জয়পাড়া গ্রামের আব্দুর রাজ্জাক হেলালের ছেলে।
জানা গেছে, স্কুল ছুটির পর মায়ের সাথে সে বাড়ি যাচ্ছিল। পথের মধ্যে সাহেব গঞ্জ বাজারে ব্যাটারী চালিত দ্রুত গতির একটি ভ্যানগাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। সাথে সাথে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। রাজশাহী পৌঁছার আগেই পথের মধ্যে শিশুটি মারা যায়।