বাংলাদেশ কৃষকলীগ ভাঙ্গুড়া উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি সহকারি অধ্যাপক(অবঃ) মো. শওকত আলী রঞ্জু ও সাধারণ সম্পাদক হয়েছে মো. আব্দুল হাই। রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে ভাঙ্গুড়া সচেতন সাহিত্য সংস্কৃতিক পরিষদ মাঠ চত্বরে সম্মেলন শেষে এই ঘোষনা দেন জেলা কমিটির কৃষক লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ ন ম মেছবাহুর রহমান রোজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ মোঃ মকবুল হোসেন ।
উপজেলা কৃষকলীগের আহ্বায়ক শুকুর মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাখাওয়াত হোসেন সুইট,সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বাকি বিল্লাহ, সভাপতি ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগ লোকমান হোসেন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল, কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ কৃষকলীগ, পাবনা শাখার খায়ের নাঈম, সাংগঠনিক সম্পাদক আসলাম আলী, কার্যনির্বাহী সদস্য, জেলা কৃষকলীগ পাবনা ও চেয়ারম্যান পার ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ, ভাঙ্গুড়া, পাবনা। হেদায়েতুল হক।
সম্মেলনের দ্বিতীয় পর্বে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ সহকারী অধ্যাপক (অব) মোঃ শওকত আলীকে সভাপতি ও আব্দুল হাইকে সাধারণ সম্পাদক করে ৩ বছর মেয়াদী ভাঙ্গুড়া উপজেলা কৃষক লীগের কমিটি ঘোষনা করেন।
#CBALO / আপন ইসলাম