আসন্ন জেলা পরিষদ নির্বাচন ২০২২ উপলক্ষে চাটমোহর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন এর সমন্বয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পাবনা জেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউল রহিম লাল, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনয়ন প্রাপ্ত পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, আরো উপস্থিত ছিলেন, পাবনা সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহিন প্রমূখ। মতবিনিময় সভা সঞ্চালনা করেন, চাটমোহর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক।