পাবনার চাটমোহর উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রবিবার (১১-সেপ্টেম্বর) রাতে বিএনপির জেলা শাখার আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব মাকসুদুর রহমান মাসুদ খন্দকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা বিএনপির এক সভায় অধিক সদস্যর সমর্থনে চাটমোহর, ভাঙ্গুড়া, ঈশ্বরদী, আটঘরিয়া, পাবনা সদরসহ মোট ৫ উপজেলার বিএনপির উপজেলা ও পৌর শাখা বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিলুপ্তির সিদ্ধান্ত ১২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
পাবনা জেলা বিএনপি আহবায়ক হাবিবুর রহমান হাবিব মুঠো ফোনে বলেন, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ৫টি উপজেলা ও পৌর আহবায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিলুপ্ত ইউনিটগুলো পরিচালনার জন্য শিগগির উপজেলার ও পৌর সংশ্লিষ্ট নের্তৃবৃন্দের সঙ্গে আলোচনা করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।