বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন

ই-পেপার

ভাঙ্গুড়ায় সরকারি কর্মচারীসহ তিন হেরোইন সেবী ও বিক্রেতা আটক

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২, ৯:৫০ পূর্বাহ্ণ

পাবনার ভাঙ্গুড়ায় রবিবার (১১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে পৌর সদরের বড়াল ব্রীজ স্টেশনের দক্ষিণ পাশ থেকে মাদক সেবনরত অবস্থায় একজন সরকারি কর্মচারী সহ তিনজন হেরোইন সেবী ও বিক্রেতাকে আটক করে পুলিশে দিয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও কর্মীরা। আটককৃত উপজেলা প্রাণি সম্পাদ অফিসের সরকারি কর্মচারী মো: শরিফুল ইসলাম (সাময়িক বহিষ্কৃত) পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার নারিকেল পাড়ার বাসিন্দা পিতা মৃত আ: জব্বারের ছেলে। অপর দুজন জুয়েল রানা ডিপজল পৌর সদরের চৌবাড়িয়া লাইন পাড়ার মৃত বাবলুর ছেলে ও লিটন আলী কুমড়া ডাঙ্গার বাসিন্দা মো: হাশেম আলীর ছেলে।

জানা যায়, বড়াল ব্রীজ স্টেশনের দক্ষিণ পাশে মাদক সেবীরা মাদক সেবন করছে এমন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১১ টার দিকে পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেলের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুল ইসলাম বিপ্লব ও কর্মীরা পৌর সদরের বড়াল ব্রীজ স্টেশনের দক্ষিণ পাশ থেকে মাদক সেবনরত অবস্থায় তাদেরকে হাতে নাতে আটক করে ভাঙ্গুড়া থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ভাঙ্গুড়া থানার এসআই আবু তাহের ও এএসআই কামরুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে। এসময় তাদের দেহ তল্লাশী করে মাদক সেবনের বিভিন্ন উপকরণসহ তিন পুড়িয়া হেরোইন উদ্ধার করেন।
আরো জানা যায়, উপজেলা প্রাণি সম্পাদ অফিসের সরকারি কর্মচারী মো: শরিফুলইসলাম উপজেলা প্রাণি সম্পদ অফিসের কোয়ার্টারে বসবাস করেন। এর আগেও একাধিকবার তিনি মাদক সেবনরত অবস্থায় পুলিশের হাতে আটক হয়ে জেলে গিয়েছেন এবং বর্তমানে তিনি চাকুরী থেকে সাময়িক বরখাস্ত রয়েছেন।

পুলিশ জানায়, আটককৃতরা সকলেই চিহ্নিত মাদক সেবনকারী তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তারা জামিনে ছাড়া পেয়ে আবারো মাদক সেবনসহ এলাকায় বিশৃক্সখলা করার চেষ্টায় লিপ্ত ছিল।

ঘটনার সত্যতা স্বীকার করে পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল বলেন, ভাঙ্গুড়ায় মাদক সংশ্লিষ্ঠদের কোন স্থান নেই। মাদকের বিরুদ্ধে তার সরকার এবং তিনি কঠোর অবস্থানে আছেন।

এবিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. ফয়সাল বিন আহসান চলনবিলের আলোকে বলেন, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজ্জু করে আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে।

 

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর