সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫২ পূর্বাহ্ন

ই-পেপার

প্রধানমন্ত্রীর কাছে চিকিৎসা সহায়তা চেয়েছে মুক্তিযোদ্ধা জলিলের পরিবার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ১০ জুলাই, ২০২০, ১০:১৫ পূর্বাহ্ণ

নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহে নান্দাইল উপজেলার মুক্তিযোদ্ধা আঃ জলিল (৮৫) এর অবস্থা গুরুতর। আঃ জলিল উপজেলার দক্ষিণ রসুলপুর গ্রামের নিবাসী। তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন। তিনি জ্ঞানহীন অবস্থায় বিছানায় পড়ে আছেন। দীর্ঘদিন ধরে ভুগছেন নানান জটিল অসুস্থতায়। প্রধানমন্ত্রীর কাছে চিকিৎসা সহায়তা চেয়েছে মুক্তিযোদ্ধা জলিলের পরিবার প্রধানমন্ত্রীর কাছে চিকিৎসা সহায়তা চেয়েছে মুক্তিযোদ্ধা জলিলের পরিবার তাঁর উন্নত চিকিৎসার জন্য সরকারি সহায়তা অতি জরুরি।

 

প্রধানমন্ত্রীর কাছে তার পরিবারের সকল সদস্যের দাবি তিনি চিকিৎসার অভাবে মারা না যায়। ১৯৭১ সালে যিনি নিজের জীবনের মায়া ত্যাগ করে দেশের জন্য ঝাপিয়ে পড়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর সামনে। তিনি আজ বিছানায় পড়ে আছেন অসুস্থ হয়ে। দেখার কেউ নাই। মুক্তিযোদ্ধা আঃ জলিল ১১ নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন। তিনি যুদ্ধরত অবস্থায় আহতও হয়েছিলেন। ভারতে একমাস সাত দিন চিকিৎসার পর তিনি সুস্থ হয়েছিলেন। ভারতে চিকিৎসারত অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে দেখতে গিয়েছিলেন।

 

স্বাধীনতার পর তিনি কৃষিকাজ করে তার জীবিকা নির্বাহ করেন। চার ছেলে ও পাঁচ মেয়ে নিয়ে চলতেন কোন রকম। বর্তমানে ভাল চিকিৎসা করার মত তেমন নিজ সম্বল বলতে কিছুই নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর