বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন

ই-পেপার

চাটমোহরে ছুরিকাঘাতে যুবক নিহত, আসামী আটক

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ১১:৪৮ পূর্বাহ্ণ

পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে ছুরিকাঘাতে হাফিজ নামের এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১১ সেপ্টেম্বর) সকাল প্রায় ৯টায় হান্ডিয়াল স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত হাফিজ মন্ডল (৩২) হান্ডিয়াল হাসুপুর গ্রামের মোঃ ইউসুব আলী মন্ডলের ছেলে।

জানা যায়, সকালে নিহত হাফিজ স্থানীয় হান্ডিয়াল বাজারে দুধ বিক্রির জন্য আসছিলেন, পথিমধ্যে হান্ডিয়াল স্লুইসগেট নামক স্থানে হান্ডিয়াল বাঘলবাড়ী গ্রামের মোঃ ইছামুদ্দিন এর ছেলে রমজান আলী (৩৭) হত্যাকারী হাফিজকে ডেকে রাস্তার নিচে নদীর পাড়ে নিয়ে ধারালো ছুড়ি দিয়ে পেটে আঘাত করে ও নদীতে ফেলে দেয়। স্থানীয়রা হাফিজকে উদ্ধার করে স্থানীয় পল্লী ডাক্তারের নিকট নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় হাফিজ মারাযায়। অপরদিকে হত্যাকারী রমজান আলী দৌড়ে পালানোর সময় বাঘলবাড়ি এলাকায় জনতা আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে আসামীকে উদ্ধার করে চাটমোহর থানায় আটক করেন।

এবিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ পাবনা মর্গে পাঠানো হয়েছে। আসামীকে আটক করা হয়েছে। এখন পর্যন্ত নিহতের ঘটনার সূত্রপাত বা কারণ নিশ্চিত হওয়া যায়নি। এঘটনার মামলা প্রস্তুতি চলছে।

 

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর