সলঙ্গা প্রতিনিধি :
সিরাজগন্জের সলঙ্গা থানার চৌধুরী ঘুঘাট নদী হতে ১৪ ঘন্টা পর নিখোজ শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। জানা গেছে, থানার ঘুড়কা ইউপির দেওভোগ গ্রামের মাও: নজরুল ইসলামের মেয়ে নুসরাত জাহান নুসু (৪) বুধবার বেলা ২ টার দিকে নিখোঁজ হয়। তাদের ধারনা বাড়ির পাশে নদীতে গোসল করতে গিয়ে ডুবে গেছে।তাই অনেক খোজাখুজির পর না পেয়ে রায়গন্জ ফায়ার সার্ভিসে খবর দেয়।
আজ বৃহ:বার বিকেল ৪ টার দিকে রায়গন্জ ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার সেরাজুল ইসলাম ১৪ ঘন্টা পর ধুবিল ইউপির চৌধুরী ঘুঘাট বাহাদুরের খেয়াঘাট নদী হতে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করে। পরে সলঙ্গা থানার এসআই শামিমুল সঙ্গীয় ফোর্স নিয়ে লাশের সুরত হাল রিপোর্ট করেন। নিহত শিশুর নানা আবু সাইদ পুলিশ সহ সাংবাদিকদের জানান, আমার নাতনী পানিতে পড়ে মারা গেছে। কারো প্রতি আমার কোন অভিযোগ নাই।