চলনবিল অধ্যুষিত চাটমোহর থানাধীন হান্ডিয়াল এলাকায় নদী ও বিলে প্রতিবছর বর্ষা মৌসুমে পার্শ্ববর্তী থানা এলাকার উঠতি বয়সী যুবকেরা নৌকা ভাড়া করে সাউন্ড বক্স বাজিয়ে ও নারীদের নিয়ে গভীর রাত অবধি আমোদ ফুর্তি ও অসামাজিক কাজ করে থাকে। অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ অভিযানে বুধবার দিনগত রাত (১৮ আগস্ট, বৃহস্প্রতিবার) প্রায় ১টায় গোপন সংবাদের ভিত্তিতে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শাহিন আলী ও সঙ্গীয় ফোর্স উপজেলার হান্ডিয়াল কাটা নদী পাকপাড়া সিমান্তে পাশ্ববর্তী ভাঙ্গুড়া থানার ২ জন নারীসহ ১৫ জন ব্যক্তিকে আমোদ ফুর্তি করার সময় আটক করেন।
এ বিষয়ে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুক্তরায় চৌধরী পিপিএম বলেন, নদী ও বিলে গভীর রাতে কিছু ব্যক্তি নারীসহ আমোদ ফুর্তি চলাকালে আটক করে চাটমোহর থানায় প্রেরন করা হয়। বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।