ময়মনসিংহের নান্দাইল উপজেলার কৃতি সন্তান মোসাদ্দিকুর রহমান রাসেল ডেনমার্ক আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এই কৃতি সন্তান নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। ছাত্রলীগ রাজনীতি থেকে শুরু করে এখন ডেনমার্ক আওয়ামীলীগের অন্যতম নেতা। ভবিষ্যতে ১৫৪, ময়মনসিংহ-৯ নান্দাইল আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। ডেনমার্ক আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নান্দাইলের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।