চাটমোহর উপজেলা সদর বাজারসহ বিভিন্ন হাট-বাজারে কাঁচা মরিচের খুচরা কেজি বিক্রি হচ্ছে ২৪০ টাকা দরে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম।
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, এবছর বর্ষা মৌসুমে বর্ষা না হওয়ায় কাঁচা মরিচের ফলন কমেছে। পাশাপাশি প্রচন্ড রোদের তাপে অধিকাংশ মরিচ ক্ষেতের গাছ শুকিয়ে মরে গেছে। স্থানীয়ভাবে উৎপাদন করা কাঁচা মরিচে চাহিদা পুরণ না হওয়ায় পাইকারীভাবে বাজারে মরিচ আমদানী করতে পরিবহন খরচাও বেশি। দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব ও প্রচন্ড তাপদাহ সহ বর্ষা না হওয়ার কারনে কাঁচা মরিচ সহ বিভিন্ন সবজির দাম বেড়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।
বৃহঃবার (১১ আগস্ট) উপজেলা সদর বাজার, হান্ডিয়াল, ছাইকোলা ও মির্জাপুর হাট ও বাজার ঘুরে দেখা গেছে, বাজারে খুচরা ২৫০ গ্রাম কাঁচা মরিচের দাম রাখা হচ্ছে ৬০ টাকা। সে হিসেবে কেজি প্রতি দাম পরছে ২শ ৪০ টাকা। গত সপ্তাহে এই মরিচের দাম ছিল দুইশত টাকা।
এদিকে উপজেলার বিভিন্ন হাট বাজারে খুচরা সবজির দাম বৃদ্ধি পাচ্ছে। বাজার ঘুরে দেখা গেছে, ঢেঁরশ- প্রতিকেজি ৪০ টাকা, বেগুন কেজি ৪০ টাকা, মূখীকচু কেজি ৩০ টাকা, পটল কেজি ৩০ টাকা, ঝিঙে কেজি ৩০ টাকা, ধূমা কেজি ৩০টাকা, পেঁপে কেজি ৩০ টাকা, আলু কেজি ৩০ টাকা, পেয়াজ কেজি ৪৫ টাকা, কাঁচকলা হালি ১০-১৫ টাকা, আদা কেজি ৮০-৯০ টাকা। উপজেলার নিম্ন আয়ের মানুষের পক্ষে কাঁচা মরিচ সহ বিভিন্ন সবজি কেনা অসম্ভব হয়ে পড়ছে।
হান্ডিয়াল বাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, চাহিদার তুলনায় বাজারে সরবরাহ কম থাকা, অনাবৃষ্টি ও পরিবহন খরচ বেশি হওয়ায় সরবরাহ এবং চাহিদা অনুযায়ি সকল সবজি কেজি প্রতি ৫ টাকা থেকে ১০ টাকা বৃদ্ধি পেয়েছে।