মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন

ই-পেপার

আটঘরিয়ায় পৃর্ব বিরোধের জেরে বাড়ি ঘর ভাংচুর নারীকে পিটিয়ে জখম

আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৯:১১ অপরাহ্ণ

পাবনার আটঘরিয়ায় পৃর্ব বিরোধের জেরকে কেন্দ্র করে বাড়ি ঘর ভাংচুর ও রোকেয়া খাতুন(৩৫) নামক এক নারীকে পিটিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাকে মুমূর্ষ অবস্থায় প্রথমে আটঘরিয়া হাসপাতালে ভর্তি করা হয়।
পরে তার অবস্থা অবন্নতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার ২৯ জুলাই দুপুরে জুমাইখিড়ি গ্রামে।
এঘটনায় ওই এলাকায় উভয় পক্ষের মধ্যে  টানচান উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহূর্তে বড় ধরনের সংঘর্ষে আশংকা করছেন এলাকার সচেতন মহল।
হাসপাতাল ও আহতদের পারিবারিক সূত্রে  সুত্রে জানা গেছে, উপজেলার দেবোত্তর ইউনিয়নের জুলাই গ্রামের আয়নাল হোসেনের স্ত্রী রোকেয়া খাতুন ও ছোট ছেলেকে নিয়ে এদিন দুপুরে শ্রমিক নিয়ে বালিরবিলে পাট খেতে কাজ করতে যায়।
এসময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের আজগার আলীর ছেলে সাচ্চু ও কোরবান গং  বাঁশ দিয়ে রোকেয়া খাতুনকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম করে দেয়। পরে বাঁশ ভেঙে গেলে তাদের হাতে থাকা কলস দিয়ে আবার বেধর মারপিট করে এবং কিল-ঘুষি লাথি মেরে পাট খেতে ফেলে রেখে পালিয়ে যায়।
আহত রোকেয়া খাতুনের ছেলে ঘটনা স্থল থেকে ভয় পালিয়ে বাড়িতে এসে কান্না কাটি করতে থাকে। পরে স্থানীয়রা আহত রোকেয়া খাতুন উদ্ধার করে আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।  তার অবস্থা অবন্নতি হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করেন।
আহত রোকেয়া খাতুন বলেন, আমি কামলা  নিয়ে বিলে আমার পাট খেতে যায়। আমার সাথে আমার ছোট ছেলেও আছে। সাচ্চু ও কোরবান আমাকে দেখে বলে তোর ছেলেরা কই।
ছেলেদের আনি দে। জবই করবো। আমি  ছেলেরা বাড়িতে নাই বলার সাথে সাথে সাচ্চু আর কোরবান বাঁশ দিয়ে এলোপাতাড়ি ভাবে আমাকে মারপিট করে খেতের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়।
সাচ্চু ও কোরবান গংদের ভয়ে আমার স্বামী সন্তানেরা বাড়ি ছাড়া হয়ে অন্যের বাড়িতে জীবন যাপন করছে। এঘটনায় থানায় মামলার প্রত্ততিচলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর