মিজানুর রহমান মহেশখালী প্রতিনিধি:
ফেইসবুক ভাইরাল হওয়া কালারমারছড়া নোনাছড়ি দরিদ্র এক জেলে আব্দুল মালেক, এটি মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার জনাব জামিরুল ইসলাম এর নজরে আসলে, তৎকনিক তার খুজ নিয়েই উপজেলা পরিষদের পক্ষথেকে তাকে খাদ্য সামগ্রী (তেল, ডাল, চাল) সহ মাস্ক ও সাবান বিতরণ করেন মহেশখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিনুয়ারা ছৈয়দ।
আব্দুল মালেক জানায় ওনার কোন প্রকার সরকারি জেলে কার্ড বা বয়স্ক ভাতার কার্ড নেই। আরো জানা গেছে, ওয়ার্ড মেম্বার এর কাজ থেকে কোন প্রকার ত্রাণ এবং সহযোগিতা পায়নি বলে অভিযোগ করেন আব্দুল মালেক। অন্য দিকে তাকে বয়স্ক/জেলে কার্ড়ের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিনুয়ারা ছৈয়দ।