কে,এম আল আমিন :
আন্তর্জাতিক এনজিও সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ নলকা সিডিপির উদ্যোগে নন আইডি ভুক্ত ২৪৪ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টায় কেসি ফরিদপুর উচ্চ বিদ্যালয় মাঠে নন আইডিভুক্ত এসব পরিবারের মাঝে চাউল, ডাউল, লবণ, তেল,সাবান সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। করোনায় কর্মহীন, অভাবগ্রস্থ,হতদরিদ্র ও অসহায় পরিবারের সদস্যরা সামাজিক দুরত্ব আর পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রেখে এ সব ত্রাণ সহায়তা গ্রহন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,৭ নং নলকা ইউপি চেয়ারম্যান আব্দুল জাব্বার সরকার, কেসি ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও সিডিসির সভাপতি বাহারুল ইসলাম,নলকা সিডিপির ম্যানেজার মি. রবীনসন মার্ডী,সহকারী প্রকল্প ব্যবস্থাপক মি: কিরণ বাড়ই, ৪ নং ওয়ার্ড মেম্বর আনিছুর রহমান ,কো-অপারেটিভ চেয়ার পার্সন রোজিনা খাতুন সহ অফিসের অন্যান্য কর্মচারী,ভলেন্টিয়ারবৃন্দ। উক্ত অনুষ্ঠানে কোভিট-১৯ প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন,প্রকল্পের স্বাস্থ্য কর্মকর্তা জনাব মো: পারভেজ আহমেদ।