দেশের ২৪টি প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পেয়েছে হাওয়া। শুক্রবার সকালে পান্থপথের বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে প্রথম শো দেখতে এসেছিলেন সিনেমাটির অভিনয়শিল্পীরা।
সেখানে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। এসময় নিজের অনুভূতি জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাওয়ার অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করা চঞ্চল চৌধুরী।
তিনি বলেন, ‘দর্শকের প্রতি আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাই, কারণ আমাদের এই সময়ে এসে সিনেমার যখন মহাসংকট, হল বন্ধ হয়ে যাচ্ছে, হলে দর্শক আসেন না, সেই সময় থেকে শেষ কয়েকটা সিনেমা থেকে শুরু করে হাওয়া আজকে প্রথম মুক্তি পেল। দর্শকের যে বাঁধভাঙ্গা জোয়ার, টিকিট পাওয়া যাচ্ছে না, প্রায় এক সপ্তাহের টিকিট সোল্ড আউট হয়ে গেছে– এটা স্বপ্নের মতো মাঝে মাঝে মনে হচ্ছে।’
এই অভিনেতা আরও বলেন, ‘এতো দর্শক এবং তাদের যে উৎসাহ-উদ্দীপনা এবং উচ্ছলতা, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। সে জন্য আমি বারবার বাংলাদেশের আপামর জনসাধারণ, যারা সিনেমাপ্রমী দর্শক, তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই।’
সিনেমাটি নিয়ে দর্শক সাড়ায় অভিভূত চঞ্চল আরও বলেন, ‘আমাদের এই কাজের জন্য হাওয়া টিমের পক্ষ থেকে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে, তারা আমাদের সিনেমার গান শুনে, ট্রেইলার দেখে যেভাবে সাড়া দিয়েছেন এবং সিনেমা হলে এসে ঝাঁপিয়ে পড়েছেন, এর চাইতে আনন্দের আমাদের কাছে আর কিছুই হতে পারে না।’
২৩ প্রেক্ষাগৃহে প্রথম দিনে ৬৬টি শো হচ্ছে হাওয়ার। আগামী তিনদিনই ৬৬টি শোয়ের টিকিট হাউসফুল আছে বলে জানিয়েছেন সিনেমাটির নির্বাহী প্রযোজক অজয় কুণ্ডু।