বরিশালের মেহেন্দিগঞ্জ পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বদরপুর রাজলক্ষী সিনেমা হল সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার ভোরে ভয়াবহ অগ্নিকান্ডে সাত দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে।
মেহেন্দিগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আবুল কালাম মোল্লা জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ভোর ছয়টার দিকে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডে দুইটি খাবার হোটেল, দুইটি সেলুন, একটি চায়ের, মুদি ও ষ্টেশনারি দোকান সম্পূর্ণ ভুস্মিভ‚ত হয়েছে। অগ্নিকান্ডে প্রায় সাত লাখ টাকার ক্ষয়¶তি হয়েছে।
খবর পেয়ে সকালে স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরন্নবী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা নির্বাহী অফিসার বলেন, সংসদ সদস্য পংকজ নাথ ¶তিগ্রস্থদের তাৎ¶নিক সহায়তা হিসেবে ১০ হাজার টাকা করে সহায়তা প্রদান করেছেন।