মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর:
অভয়নগর উপজেলার গণমানুষের নেতা,সাবেক ছাএ নেতা,ছাএ সংসদের সাবেক ভিপি, নওয়াপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র, নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি,নওয়াপাড়া ইনস্টিটিউট এর সাঃ সম্পাদক, রাজনীতিবিদ সমাজসেবক – মোঃ ফারুক হোসেন এর বালু টানার ছবিটি ফেসবুক গনমাধ্যমে ভাইরাল হওয়ার পর বাংলাদেশ এক্সপ্রেস এর পহ্ম থেকে তার কাছে বালুটানার বিষয়টা জানতে চাইলে তিনি বালু টানার বিষয়টা নিশ্চিত করে বলেন, হ্যা আমি বালু টানা কাজে অন্যান্য শ্রমিকদের সহযোগিতা করেছি! এতে লজ্জার কিছু নেই, বরং এটা আমার জন্য গর্বের। তিনি বলেন কোট টাই পড়ে স্টেজে উঠে বড় বড় বক্তৃতা দিয়ে মানুষের হাতে তালি পাওয়া যায় ঠিকই -তবে ভালবাসা নয়। আমি বিশ্বাস করি মানুষের ভালবাসা পেতে হলে সেটা ভালবাসা দিয়ে-ই অর্জন করতে হয়।
এ সময় তিনি আরও বলেন আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সামান্য সৈনিক মাত্র, যেখানে আমার আদর্শের মুল নায়ক সারা জীবন সাধারন মানুষের পাশে দারিয়ে কাজ করে গেছেন সেখানে আমার মত অতি সামান্য মানুষ শুধু বালু টানা কেন আমি জনগনের কল্যানে যে কোন কাজ করতে প্রস্তুত। পরে এলাকার অন্যান্য সাধারন জনগনের কাছে খোজ নিয়ে জানা যায়, ফারুক সাহেব আসলে একটি মসজিদের বালুটানা কাজে সহোযোগিতা করছিলেন। শুধু তাই নয় মসজিদের জন্য জায়গা, মসজিদ নির্মাণ কাজে আর্থিক সহোযোগিতার পাশাপাশি তিনি নিজেও মসজিদের বালু টানা কাজে শ্রম দিচ্ছিলেন। ফারুক সাহেব সম্পর্কে তাদের কাছে জানতে চাইলে তারা বলেন, আমরা ফারুক ভাইকে দীর্ঘদিন ধরে চিনি।
তিনি শুধু আমাদের এলাকার নয়, বরং অভয়নগর বাসির গর্ব। তারা বলেন, ফারুক ভাইর মত একজন সৎ নীতি ও আদর্শবান, শিহ্মিত, মিষ্টিভাষি, পরিশ্রমি এবং মিশুক লোক তারা দেখেনি বললেই চলে। এ সময় তারা মোঃ ফারুক হোসেনের দীর্ঘায়ুর সাথে তার সার্বিক সাফল্যের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে।