ভারতের সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী নির্বাচিত হয়েছেন দক্ষিণী সিনেমার সামান্থা রুথ প্রভু। তবে এ তালিকায় জায়গা পাননি ভারতের জাতীয় ক্রাশ রাশমিকা মান্দানা। ওরম্যাক্স স্টার ইন্ডিয়া লাভস এক জরিপে এ তথ্য প্রকাশ করেছে।
এ তালিকার এক নম্বরে রয়েছেন সামান্থা, দ্বিতীয় আলিয়া ভাট, তৃতীয় নয়নতারা, চতুর্থ কাজল আগরওয়াল, পঞ্চম দীপিকা পাড়ুকোন, ৬ষ্ঠ পূজা হেগড়ে, সপ্তম কীর্তি সুরেশ, অষ্টম ক্যাটরিনা কাইফ, নবম কিয়ারা আদভানি ও দশম স্থানে রয়েছেন ‘বাহুবলি’খ্যাত আনুশকা শেঠি। তবে এবারই প্রথম এ তালিকার দশের মধ্যে জায়গা করে নিলেন কিয়ারা আদভানি।
২০১০ সাল থেকে ওরম্যাক্স স্টার ইন্ডিয়া লাভস এ তালিকা প্রকাশ করে আসছে। শুরুতে শুধু হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের নিয়ে এই জরিপ প্রকাশ করত। ২০১৯ সাল থেকে হলিউড, তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম, মারাঠি ও পাঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের নিয়েও জরিপ পরিচালনা করে। গত বছর থেকে ভারতীয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়েও তালিকা প্রকাশ করছে প্রতিষ্ঠানটি।