পাবনা-সাঁথিয়ায় কাশিনাথুপুর এলাকায় নিখোঁজের তিনদিন পর ডোবা কচরি পানার পানির নিচ থেকে রাজা প্রামানিক (৫২) নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
(২০ জুলাই)বুধবার দুপুরে উপজেলার কাশিনাথপুর বরাট –নালীপর্বত সংলগ্ন ব্রীজ সংল্গন ইটভাটা এলাকার পানির খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেন ও পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় ময়না তদন্তের জন্য । নিহত রাজা ৩-৪ দিন ধরে নিখোঁজ ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, উপজেলার কাশিনাথপুর বড়াট –নালীপর্বত সংল্গন ব্রীজ সংল্গন ইটভাটা পাশে ক্যানালে এক মধ্যে বয়সীর মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসি পুলিশকে বিয়য়টি জানান ।
নিহত রাজা প্রামানিক সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের শ্রীধড়কুড়া গ্রামের সিরাজ প্রামানিক ছেলে।