বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন

ই-পেপার

আটঘরিয়ায় করোনা সংক্রমণ রোধে বুস্টার ডোজ দিবস পালন

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ৮:২০ অপরাহ্ণ

আটঘরিয়ায় করোনা সংক্রমণ রোধে সারা দেশের ন্যায় আজ ১৯ জুলাই বুস্টার ডোজ দিবস পালন করা হয়েছে।
করোনা ভাইরাসের গণটিকাদান শুরুর পর থেকে সারাদেশের মতো আটঘরিয়ায় চলছে টিকাদান কর্মসূচী। করোনা ভাইরাসের টিকা নিয়ে প্রথম দিকে আটঘরিয়ার কিছু মানুষের মধ্যে ভয় থাকলেও এখন তা একেবারেই কেটে গেছে। এখন আটঘরিয়াবাসী উৎসবমুখর পরিবেশে টিকা গ্রহণ করছেন।
জানা গেছে, আটঘরিয়া উপজেলার ৫টি ইউনিয়ন, একটি পৌরসভা ও উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সেসহ ১৬ টি কেন্দ্রে চলছে করোনা টিকাদান কর্মসূচির বুস্টার ডোজ প্রদান। টিকাকেন্দ্রে আগের কয়েকবারের চেয়ে ভিড় বেশি দেখা গেছে। তাদের মধ্যে বয়স্ক নাগরিকরাও রয়েছেন।
আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর দেয়া তথ্য মতে মঙ্গলবার মোট ৮ হাজার চারশত ২০ জনকে এ ভ্যাকসিন দেয়া হয়েছে। টিকা গ্রহীতারা জানান, টিকা নিয়ে কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করছি না। ভালোই লাগছে। অন্য টিকার মতোই লাগছে।
কয়রাবাড়ি কমিউনিটি ক্লিনিক পরিদর্শনের সময় করোনাভাইরাস ভ্যাকসিন প্রদানে উপজেলা স্বাস্থ্য প,প, অফিসার ডা.আব্দুল্লাহ-আল আজিজ ও মেডিকেল অফিসার ডা,কামরুজ্জামান, স্বাস্থ্য পরিদর্শক, আব্দুল  হান্নান জানান, টিকা গ্রহণে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। সবাই সুশৃঙ্খলভাবে টিকা নিচ্ছেন। অনেক বিশিষ্ট ব্যক্তি টিকা নেয়ায় মানুষের মধ্যে ভয় ও জড়তা কেটে গেছে।
 স্বেচ্ছাসেবকরা শৃঙ্খলা বজায় রাখছে। টিকা নেয়ার পর বিশ্রামের ব্যবস্থা আছে। স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে সচেতনতামূলক ব্যাপক প্রচারণাও চালানো হচ্ছে। এ কারণে প্রতিদিনই টিকা গ্রহীতার সংখ্যা বাড়ছে। এসময় আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য সহকারী, আমিরুল ইসলাম, প:ক, সহকারী শারমিন আক্তার, সিএইচ,সিপি,রাসেল উদ্দিনসহ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
করোনা সংক্রমণ রোধে এ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ১৮ বছরের বেশি এবং  দ্বিতীয় ডোজ নেওয়ার ৪ মাস পূর্ণ ব্যাক্তিকে বুস্টার ডোজ প্রদান করা হয়। বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর