শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:১১ পূর্বাহ্ন

ই-পেপার

নবাবগঞ্জের সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

মোঃ মামুনুর রশিদ, নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ
আপডেট সময়: সোমবার, ১৮ জুলাই, ২০২২, ১২:৫৯ অপরাহ্ণ

দিনাজপুরের  নবাবগঞ্জ থানাধীন ৫ নং পুটিমারা ইউনিয়নের মতিহারা বাজারের পশ্চিম পাশে সড়ক দুর্ঘটনায় মিতুল নামক একজন নিহত হয়। জানা যায়, নিহত ব্যক্তি যশোর জেলার বাঘাবাড়া থানার আলাদিপুর গ্রামস্থ মোঃ ইব্রাহিম হাওলাদার এর ছেলে।স্থানীয়ভাবে জানা যায় যে,১৮/০৭/২০২২ খ্রিঃ রাত্রী অনুমান ০৪.০০ ঘটিকার সময় দিনাজপুর নবাবগঞ্জ থানাধীন মতিহারা বাজারের পশ্চিমে বাজারের শেষ মাথায় ঘোড়াঘাট টু দিনাজপুরগামী হাইওয়ে পাঁকা রাস্তার বাম পার্শ্বে দাঁড়িয়ে থাকা একটি সার বোঝাই ট্রাকের চালক ট্রাকটি দাড় করিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে নেমে যায়। হঠাৎ পিছন দিক হতে দিনাজপুরগামী একটি ট্রাক, যাহার রেজিষ্ট্রেশন নং-যশোর-ট-১১-৪৮৫০ বেপরোয়া গতিতে এসে দাড় করানো ট্রাকটিকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সামনে দাড়িয়ে থাকা ট্রাকটি লোডকৃত মালামালসহ মহাসড়ক হতে নিচে উল্টো পড়ে যায় এবং বেপরোয়া গতিতে আসা ট্রকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। যার ফলে উক্ত ট্রাক চালকের বাম পার্শ্বে বসে থাকা হেলপার মিতুল হাওলাদার (২৩), পিতা-মোঃ ইব্রাহিম হাওলাদার, সাং-আলাদিপুর, পোষ্ট-বসুন্দিয়া, থানা-বাঘারপাড়া, জেলা-যশোর গুরুত্বর জখম অবস্থায় ট্রাকের মধ্যে আটকা পড়ে। সে সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে উক্ত ট্রাকের অজ্ঞাতনামা চালক কৌশলে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। ঘটনার বিষয়টি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবগত করলে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে ট্রাকের হেলপার মিতুল হাওলাদারকে ট্রাকের ভিতর হতে মৃত অবস্থায় বের করেন। উক্ত ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর