ময়মনসিংহের নান্দাইলে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধ ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে নান্দাইল মডেল থানার পুলিশ উপজেলার আচাঁরগাও ইউনিয়নের আচাঁরগাও গ্রামে ১৬ জুলাই শনিবার সকাল দশটার দিকে এই ঘটনা ঘটে। নিহত ব্যাক্তির নাম আমির হোসেন (৬৫) সে একই গ্রামের মৃত অহর উদ্দিনের পুত্র।
স্থানীয়রা জানান, নিহত আমির হোসেন সহজ সরল প্রকৃতির খুবই দরিদ্র মানুষ। সে এলাকায় ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতো।গত তিনদিন ধরে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না।
স্থানীয় ইউপি সদস্য মোঃ শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আজ সকাল দশটার দিকে তার বাড়ির থেকে কিছুটা ফাঁকে একটি বাঁশ ঝাড়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে আমাকে জানালে আমি থানায় খবর দেই। বৃদ্ধার এক ছেলে ও মেয়ে রয়েছে তাদের সাথেও তার সম্পর্ক ভালো বলেই জানি, সে ঠিক কি কারণে এমন করেছে বলা যাচ্ছে না।
এবিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, লাশ উদ্ধারের কাজ চলছে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।