বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালপুর উপজেলায় মির্জাপুর ইউনিয়নে নঠুর গ্রামে পানিতে ডুবে সজীব (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত সজিব ঘাটাইল উপজেলার দড়ি চৈথট্র গ্রামের মোঃ শামিম মিয়ার ছেলে ।
নিহতের স্বজন ও এলাকাবাসী জানায়, ঈদ উপলক্ষে সজিব তার মায়ের সাথে নানা বাড়ি নূঠুরচর গ্রামে বেড়াতে আসে। সন্ধায় সময় সজীবকে দেখতে না পেয়ে স্বজনরা তাকে দিক-বেদিক খুঁজাখুঁজি করতে থাকে। হঠাৎ বাড়ির পেছনে গোহত্যা খালের বাঁশের সাকোঁর কাছে সজিবের পায়ের জুতো দেখতে পায়। স্বজনরা পানিতে নেমে সাকোঁ থেকে বেশ কিছু দূরে সজিবেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।