বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন

ই-পেপার

বেড়ার চাকলায় মিলাদ কিয়াম ও ইদগাহ বিষয়ে দ্বন্দ নিরাশনে আলোচনা সভা অনুষ্ঠিত

শামীম আহমেদ, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ৮ জুলাই, ২০২২, ৯:৪০ পূর্বাহ্ণ

পাবনার বেড়া উপজেলা চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে গত বেশ কয়েকদিন ধরে মিলাদ কিয়াম ও স্হানীয় ইদগাহ নিয়ে দ্বন্দ চলছিল গত ৭/৭/২০২২ইং তারিখে বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সবুর  সভাপত্বিতে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বেড়া থানা ইনচার্জ মোঃ আসাদুজ্জামান খাঁন  বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন চাকলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী  বেড়া থানার সাব -ইনস্পেকটার মোঃ শাহিনুর ইসলাম  বেড়া মনৃজুর কাদের মহিলা কলেজের  প্রভাষক মোঃ আবু সাইদ তারাপুর ইদগাহ সভাপতি মোঃ আকমল হোসেন। বেড়া উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মোঃ মাসুন রানা বেড়া থানার ডিএসবি মোঃ আহসান হাবীব প্রমুখ। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সিদান্ত দেন এবং তিনি বলেন আমি ইসলামিক ফাউণ্ডেশন বরাবর লেখব এবং তাদের কাছে এবছর পবিত্র ইদুল আজহার নামাজের জন্য  ইমাম চাইবো। তারা যে ইমাম দিবে আপনেরা সকলে তা মানবেন।  সকলো বললো আমরা সকলে তা মেনে নেব। ওসি আসাদুজ্জামান খাঁন বলেন যে এ ব্যাপারে  কোন রকম বিশৃঙ্খলা করলে তার ব্যাপারে আইনগত ব্যবস্হা নেওয়া হবে বলে জানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর