পাবনার ভাঙ্গুড়ায় আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে দরিদ্রদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা কর্মসূচী ভিজিডি-র ১০ কেজি করে চাউল বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার(৭ জুলাই) উপজেলার একটি পৌর সভাসহ ইউনিয়ন পরিষদ গুলির সুফল ভোগীদের মধ্যে এই বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
জানা গেছে, উপজেলার একটি পৌরসভা ও ৬টি ইউনিয়ন পরিষদ রয়েছে। সেগুলিতে আসন্ন ইদ-উল-আযহা উপলক্ষ্যে দরিদ্রদের মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ খাদ্য সহায়তা ভিজিডি কার্ডের সুফল ভোগীর সংখ্যা ভাঙ্গুড়া পৌরসভায় ৪৬২১ টি কার্ডের বিপরীতে ৪৬.২১০ মে.টন, ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদে ১৩০০ কার্ডের বিপরীতে ১৩.০০০ মে.টন,খানমরিচ ইউনিয়ন পরিষদে ১৯০০ কার্ডের বিপরীতে ১৯.০০০ মে. টন,অষ্টমনিষা ইউনিয়ন পরিষেদে ১২৭০ কার্ডের বিপরীতে ১২.৭০০ মে.টন, দিলপাশার ইউনিয়ন পরিষদে ১৪০০টি কার্ডের বিপরীতে ১৪.০০০ মে.টন, পারভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদে ১৪১৫টি কার্ডের বিপরীতে ১৪.১৫ মে.টন ও মন্ডতোষ ইউনিয়ন পরিষদে ৮০০ কার্ডের অনুকুলে ৮.০০০ মে.টন চাউল বরাদ্দ রয়েছে। যা সর্বমোট ১২,৭০৬ জনসুফল ভোগীদের মধ্যে ১২৭.০৬০ মে.টন চাউল সুষ্ঠুভাবে বিতরণ শেষ হয়েছে।
সূত্র জানায়, ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল এর দিক নির্দেশনায় সুষ্ঠু ও সুন্দরভাবে ভিজিডি কার্ডের চাউল বিতরণের জন্য ভাঙ্গুড়া পৌরসভার ৯টি ওয়ার্ড কে দুইভাগে ভাগ করে বুধ ও বৃহস্পতিবার এ দুই দিন সুফল ভোগীদের মধ্যে চাউল বিতরণ করেন। এসময় পৌর মেয়র গোলাম হাসানাইন রাসেল,সংশ্লিষ্ঠ ট্যাগ অফিসার ও সাংবাদিক বৃন্দ চাউল বিতরণের সময় কেন্দ্র গুলি ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ-উল-আযহা উপলক্ষ্যে দরিদ্রদের জন্য ভিজিএফ চাউল বিরতরণ কঠোর মনিটরিং এর মধ্যেমে সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে। সুষ্ঠুৃভাবে বিতরণের জন্য আগামীতেও এই ধারা অব্যহত থাকবে।
#CBALO / আপন ইসলাম